ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দর্শনীয় স্পট ভোলার বাঘমারা ব্রিজ

ছোটন সাহা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
দর্শনীয় স্পট ভোলার বাঘমারা ব্রিজ ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার অন্যতম দর্শনীয় স্পট বাঘমারা ব্রিজ। দীর্ঘতম আধুনিক এ ব্রিজ দেখতে প্রতিদিন ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা।

তেঁতুলিয়া নদীর ওপর নির্মিত এ সেতুতে দাঁড়িয়ে সূর্যাস্তের অপরুপ দৃশ্য দেখা যায়। পড়ন্ত বিকেলে উপভোগ করা যায় প্রকৃতির নির্মল বাতাস আর চারদিকের সবুজের সমারোহ।

ভোলাবাসীর বহুল প্রতীক্ষিত স্বপ্নের সেতু বাঘমারা ব্রিজের দৈর্ঘ্য ৪৪০ মিটার ও প্রস্থ ৭ মিটার।

সেতুটি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। ২০১৭ সালে তৎকালীন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আনুষ্ঠানিকভাবে এ ব্রিজের উদ্বোধন করেন।

তেতুলিয়া নদীর ওপর নির্মিত এ ব্রিজ ভোলার সঙ্গে পটুয়াখালীর সংযোগ স্থাপন করছে। দর্শনীয় এ ব্রিজকে ঘিরে পর্যটকদের যেন আগ্রহের কমতি নেই।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।