ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আগুনে পুড়িয়ে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী শাহিনুল মালিথাকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামি শাহিনুলের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

শাহিনুল মিরপুর উপজেলার নওদা খাড়ারা গ্রামের বাসিন্দা শাজাহান মালিথার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ মার্চ মিরপুর নওদা খাড়ারা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্ত্রী চম্পা খাতুনের বসত ঘরে আগুন ধরিয়ে দেয় শাহিনুল। এ সময় তিনি মেয়েকে নিয়ে ঘটনাস্থল থেকে বের হয়ে যান। এরপর ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য স্ত্রী চম্পা খাতুনকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসকরা তার স্ত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে স্বামীর পরিবারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় চারদিন ধরে হাসপাতালের বিছানায় পড়ে থাকেন এবং পরে মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের চাচা শাহাদত বাদী হয়ে মিরপুর থানায় চাম্পা খাতুনের স্বামী শাহিনুলের বিরুদ্ধে হত্যার অভিযোগে এজাহার দায়ের করেন। তদন্ত সাপেক্ষে পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান ২০১৬ সালের জানুয়ারীতে চার্জশিট দাখিল করেন আদালতে।

সরকারি কৌসুলী অ্যাড. অনুপ কুমার নন্দী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহিনুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।