ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সামনে ভোট, টেঁটা-রামদাসহ দেড় হাজার অস্ত্র জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
সামনে ভোট, টেঁটা-রামদাসহ দেড় হাজার অস্ত্র জব্দ

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা হতে পারে-  এমন শঙ্কায় অভিযান শুরু করেছে পুলিশ।  

দুইদিনের অভিযানে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার ১৫ নম্বর পইলারকান্দি ইউনিয়নে অভিযান শুরু করে বিথঙ্গল তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। পাঁচ ঘণ্টা ধরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দেড় হাজার টেঁটা, ফিকল, রামদা, ঢাল, ছুরফি ও লাঠি জব্দ করা হয়।  

ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) টিপু মিত্র এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন। তবে বাড়িতে অস্ত্র সংরক্ষণে জড়িত কাউকে আটক করা হয়নি।

এর আগে গত শনিবার সুজাতপুর তদন্ত কেন্দ্রের পুলিশ বানিয়াচং উপজেলার রাধাপুর, মনপুর ও  বড়কান্দি এলাকা থেকে দুই শতাধিক দেশীয় অস্ত্র জব্দ করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বাংলানিউজকে জানান, বানিয়াচং উপজেলার হাওরাঞ্চলের মানুষ দাঙ্গাপ্রবণ। ইউপি নির্বাচনে সহিংসতা হতে পারে— এমন শঙ্কায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন বাড়ি থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, হওরাঞ্চলে বিকল্প বিচার ব্যবস্থা অর্থাৎ সালিশে নেতৃত্বদানকারীদের কারণে এ আধুনিক যুগে এসেও সেকেলে দেশীয় অস্ত্র ব্যবহারের প্রচলন রয়ে গেছে। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সালিশ ব্যবস্থাকে নির্মূল করা প্রয়োজন। সেই লক্ষ্যে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।