ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক ও বিমান উপহার দেবে ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক ও বিমান উপহার দেবে ভারত রামনাথ কোবিন্দ

ঢাকা: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি ট্যাঙ্ক ও একটি বিমান বাংলাদেশকে উপহার দেবে ভারত বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ড. এ কে আব্দুল মোমেন জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে ঢাকায় আসছেন। আগামী ১৫-১৭ ডিসেম্বর তিনি ঢাকা সফর করবেন।

ঢাকা সফরকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ভারতের রাষ্ট্রপতি বৈঠক করবেন। সে সময় ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহৃত একটি টি৫৫ ট্যাঙ্ক ও একটি মিগ -২৯ যুদ্ধ বিমান বাংলাদেশকে উপহার দেবেন। এই ট্যাঙ্ক ও বিমান প্রদর্শনীর জন্য জাদুঘরে রাখা হবে।

ভারতের রাষ্ট্রপতি ১৫ ডিসেম্বর ঢাকায় আসছেন। সফরকালে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের রাষ্ট্রপতির সাক্ষাৎ হবে।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এটাই হবে বাংলাদেশে প্রথম সফর।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।