ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রেললাইনের পাশে মিলল জাসদ নেতার মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
রেললাইনের পাশে মিলল জাসদ নেতার মরদেহ

রংপুর: কাউনিয়ায় রেললাইনের পাশ থেকে রংপুর জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ-সভাপতি শরিফুল ইসলামের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দভূতছড়া গ্রামের রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



শরিফুল কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার হক বাজারের মৃত হাছেন আলীর ছেলে। তিনি হারাগাছ পৌর জাসদের সভাপতি এবং রংপুর জেলা জাসদের সহ-সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শরিফুল। রাতে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শহীদবাগ ইউনিয়নের খোর্দভূতছড়া গ্রামের রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে শরিফুলকে শনাক্ত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদার রহমান জানান, সোমবার সন্ধ্যায় শরিফুলকে ওই রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। শরিফুলের মাথার অর্ধেক খুলি নেই। এছাড়া শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।