ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২-৩ দিন নিবিড় পর্যবেক্ষণে থাকবেন ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
২-৩ দিন নিবিড় পর্যবেক্ষণে থাকবেন ওবায়দুল কাদের

ঢাকা: আগামী দুই-তিন দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার শারীরিক অবস্থা গতকালের তুলনায় অনেক ভালো বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

মঙ্গলবার সকালে শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের।

বুধবার (১৫ ডিসেম্বর) বিএসএমএমইউ উপাচার্য শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, গতকালের তুলনায় অনেক ভালো আছেন তিনি। তার ব্লাড প্রেসার এবং অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে। তাকে আরও ২-৩ দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হতে পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন শঙ্কামুক্ত জানিয়ে ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ওবায়দুল কাদের তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এই মুহূর্তে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য বিদেশে যওয়ার কোনো প্রয়োজন নেই বলেও জানান বিএসএমএমইউ উপাচার্য।

তিনি আরও বলেন, সব ধরনের উন্নত চিকিৎসা বাংলাদেশেই সম্ভব, তাই কারো চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।