ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

ঝালকাঠি: ঝালকাঠিতে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে মিরাজ শেখ (৩৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে।  

সদর উপজেলার কেওড়া ইউনিয়নের নৈকাঠি বাজারে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দিনমজুর মিরাজ নৈকাঠি গ্রামর সত্তার শেখের ছেলে।

মিরাজের পরিবারের অভিযোগ, সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম ও তার দলবল নিয়ে মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মিরাজকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই রাতেই হাসপাতালে মিরাজের মৃত্যু হয়।

মিরাজের মা মাকসুদা বেগম অভিযোগ বাংলানিউজকে বলেন, ইউপি সদস্য নজরুল ইসলামের সঙ্গে জমি নিয়ে পুরনো বিরোধের জের ধরে দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ওই ইউপি সদস্য। অভিযুক্ত ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার পর আত্মগোপনে রয়েছে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বাংলানিউজকে, মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।