ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সান্তাহারে কারখানায় আগুনে নিহত ৫ শ্রমিকের মরদেহ হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
সান্তাহারে কারখানায় আগুনে নিহত ৫ শ্রমিকের মরদেহ হস্তান্তর পাঁচ শ্রমিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

নওগাঁ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত পাঁচ শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে মরদেহগুলো হস্তান্তর করে পুলিশ।

 

এ সময় আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে সান্তাহারে ‘বিরিস’ নামে প্লাস্টিকের প্লেট ও গ্লাস তৈরির একটি কারখানায় আগুন লেগে পাঁচ শ্রমিক নিহত হন। নিহত শ্রমিকদের সবাই সান্তাহার ও আশপাশের এলাকার বাসিন্দা। তাদের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে। এর আগে মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন করে পুলিশ।

নিহত শ্রমিকরা হলেন- স্থানীয় ছাত্নি গ্রামের বেল্লাল হোসেন, সান্তাহার ঘোড়াঘাট গ্রামের আব্দুল খালেক, কমল দোগাছি গ্রামের শিহাব, পশ্চিম শিংড়া গ্রামের ইমন ও শানদিরা গ্রামের শাহজাহান আলী।  

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্তে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও সে কার্যক্রম শুরু হয়নি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।