ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘এমন বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি’

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
‘এমন বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি’ মান্না

জাতীয় স্মৃতিসৌধ থেকে: দেশের স্বাধীনতা আজ ভূলণ্ঠিত। দেশে ব্যাংক ডাকাতি, শেয়ারবাজার লুটসহ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে।

আমরা এমন বাংলাদেশের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করিনি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মান্না বলেন, ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তবে জনগণই সরকারকে শিক্ষা দেবে এবং ইতিহাস তৈরি করবে।

তিনি বলেন, দেশের তরুণরা এগিয়ে আসলে দেশ নতুন করে মুক্তি পাবে। তরুণরা যেভাবে এগিয়ে আসছে, কোটার আন্দোলন করছে, নিরাপদ সড়ক, ভ্যাট বিরোধী আন্দোলন করছে তাতে আমি ভীষণ আশাবাদী। এ তরুণ সমাজকে নিয়ে আমি স্বপ দেখি।

এর আগে, মহান বিজয় দিবস উপলক্ষে ভোর সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বে ১৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।