ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
বান্দরবানে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন বান্দরবানে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উদ্বোধন

বান্দরবান: বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বান্দরবান সদরের মেঘলা এলাকায় ট্যুরিস্ট পুলিশের জোন কার্যালয়ে নবনির্মিত এই ভাস্কর্য উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উদ্বোধনকালে ট্যুরিস্ট পুলিশের বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, বান্দরবান জোনের ইনচার্জ মো. আমিনুল হক, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুরসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ট্যুরিস্ট পুলিশের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ইনচার্জ মো. আমিনুল হক জানান, উদ্বোধন করা বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যটির নাম রাখা হয়েছে ‘হৃদয়ে বাংলাদেশ’।  

তিনি আরও জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ও বাস্তবায়নে এখানে একটি পর্যটক সহায়তা কেন্দ্র নির্মাণের কাজ চলছে আর এ কেন্দ্র নির্মাণ হলে এই এলাকাটি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় স্থান হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।