ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী ও নগরকান্দা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালের দিকে পৃথক এ দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, সকালে সোয়া ১১টার দিকে নগরকান্দার তালমা ইউনিয়নের মানিকনগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কায় দেয় একটি পিকআপভ্যান। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দু’জন যাত্রী নিহত হন এবং আহত হন পাঁচজন। আহতদের ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

হতাহতদের বাড়ি জেলার সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্রি গ্রামে বলে জানা গেছে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

অন্যদিকে, সকাল ১০টার দিকে ফরিদপুরের মুধখালীতে এমএম পরিবহনের যাত্রীবাহী একটি বাসচাপায় সাজেদা পারভিন (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  

সাজেদা মুধখালীর রায়পুর ইউনিয়নের বাসিন্দা বকুল শেখের মেয়ে। সাজেদা স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফরিদপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।