ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কসবায় আগুনে ১২ দোকান পুড়ে ৮০ লাখ টাকার ক্ষতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
কসবায় আগুনে ১২ দোকান পুড়ে ৮০ লাখ টাকার ক্ষতি  মার্কেট আগুন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি মার্কেটে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। এতে ৮০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

শুক্রবার (১৭ ডিসেম্বর) কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে পৌরশহরে পুরাতন বাজার সিএনজি স্টেশনের সামনের একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ওসি আলমগীর ভূঁইয়া জানান, আগুনে একটি রেঁস্তোরা, সেলুন, হার্ডওয়ারের দোকানসহ ১২টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে কসবা, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনটি ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।  

ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী আগুনে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।