ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ময়লার স্তূপে নারীর পোড়া মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
যাত্রাবাড়ীতে ময়লার স্তূপে নারীর পোড়া মরদেহ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকার ময়লার স্তূপ থেকে আগুনে পুড়া ও অর্ধগলিত অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ময়না তদন্তের জন্য ওই নারীর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় যাত্রাবাড়ী থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে যাত্রাবাড়ী থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানা উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানান, খবর পেয়ে গত রাতে ময়লার ডিপো থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মৃতদেহটির মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ আগুনে পোড়া। এছাড়া মৃতদেহটি পঁচন ধরে গেছে।

প্রাথমিক তদন্তে পর ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করার পর মরদেহ গুমের জন্য আগুনে পুড়িয়ে দেওয়া হতে পারে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহসহ করা হবে। এছাড়া তাকে ধর্ষণ করা হয়েছে কিনা বা অন্তঃসত্তা ছিলো কিনা সে বিষয়ে ময়না তদন্তকারী চিকিৎসকদের কাছে জানতে চাওয়া হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে হত্যার পর তাকে সেখানে ফেলে রাখা হতে পারে। এছাড়া অনেক সময় ডিপোতে ময়লা আগুনে পুড়িয়ে ফেলা হয়। সে আগুনেও তার শরীর দগ্ধ হতে পারে। তবে সবকিছু মিলিয়ে আমরা তদন্ত করছি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।