ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে এক রাতেই চা বিক্রেতার ৪ গরু চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
পিরোজপুরে  এক রাতেই চা বিক্রেতার  ৪ গরু  চুরি

পিরোজপুর: পিরোজপুর পৌরসভার মধ্য নামাজপুর এলাকায় এক রাতে চা বিক্রেতার ৪টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক  বাজার মূল্য ৩ লাখ টাকা।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে চা বিক্রেতো মো. কবির হোসেনের গোয়াল ঘর থেকে দুর্বৃত্তরা গরু চারটি নিয়ে যায় বলে জানিয়েছেন পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল কবির শিকদার।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর মালিক মো. কবির হোসেনের একটি ছোট চায়ের দোকান আছে। সেই দোকানের আয় দিয়ে পরিবারের ভরণপোষন চালান তিনি। পাশাপাশি ৪টি গরু পালতেন।   হঠাৎ করেই সবগুরো গরু চুরি হওয়ায় নিঃস্ব হয়ে পথে বসার অবস্থা হয়েছে পরিবারটির।

মো. কবির হোসেনের স্ত্রী নাজমুন্নাহার বেগম জানান, এই গরুই আমাদের আয়ের উৎস। পরিবারের একমাত্র উপার্জনকারী আমার স্বামী অসুস্থ। ৪টি গরু বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে গোয়াল ঘরে উঠিয়ে রাতে ঘুমিয়েছি। সকালে গিয়ে দেখি  একটাও গরু নেই। রাতে গোয়াল ঘরের তালা ও শিকল ভেঙে কারা গরুগুলো নিয়ে গেছে জানি না।   গরুগুলো আমরা যাতে ফিরে পাই সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই।

পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল কবির শিকদার জানান, নামাজপুরে কবিরের ৪টি গরু শিকল কেটে রাতে কে বা কারা নিয়ে গেছে। আমরা সকাল থেকেই তদন্ত করছি। বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরায় খোঁজ নিচ্ছি। আশা করছি জড়িতদের খুব দ্রুত বের করতে সক্ষম হব। এলাকায় চোরের উৎপাত খুব বেড়েছে। এর আগেও স্কুলের ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। দ্রুত চোরদের ধরার জন্য এলাকাবাসীর পক্ষে প্রশাসনের কাছে দাবি জানাই।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, নামাজপুর এলাকায় চুরির কোনো ঘটনা ঘটেছে বলে শুনিনি। থানায় এসে অভিযোগ না দিলে আমাদের জানার কথাও না। থানায় লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।