ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে ৩০০ পরিবার পেল বসুন্ধরার কম্বল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
পাটগ্রামে ৩০০ পরিবার পেল বসুন্ধরার কম্বল

লালমনিরহাট: হিমালয়ের পাদদেশের জনপদ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পৌঁছে গেছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কম্বল।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে পাটগ্রাম উপজেলার বাউরা আরফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৩০০ পরিবারের মধ্য কম্বল বিতরণ করা হয়।

জানা যায়, হিমালয়ের পাদদেশের জেলা লালমনিরহাটে শীতের প্রকোপ অন্য জেলার চেয়ে কিছুটা বেশি। হিমালয়ের খুব কাছে হওয়ায় পাটগ্রাম উপজেলায় ঠাণ্ডার দাপট তুলনামুলক একটু বেশি। ঠাণ্ডায় কষ্ট করা এ জনপদের ছিন্নমুল মানুষদের জন্য দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ প্রতি বছরের ন্যায় এ বছরও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের উদ্যোগ নেয়। শুধু শীতার্ত নয়, দেশের সকল প্রাকৃতিক দুর্যোগে সবার আগে মানবিক সহায়তার হাত বাড়িয়ে থাকেন এ শিল্প প্রতিষ্ঠান। তাই ব্যবসার পাশাপাশি মানবিক সহায়তায়ও সবার শীর্ষে বসুন্ধরা গ্রুপ।

শীতের শুরুতেই শীতবস্ত্র হিসেবে সারা দেশে কম্বল বিতরণ শুরু করে বসুন্ধরা গ্রুপ। শনিবার (১৮ ডিসেম্বর) হিমালয়ের পাদদেশের জনপদ পাটগ্রামের ছিন্নমূল ৩০০ পরিবারের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।  

বসুন্ধরা গ্রুপের দৈনিক কালের কন্ঠ পত্রিকার শুভ সংঘের আয়োজনে সারাদেশের কম্বল বিতরণ অব্যহত রয়েছে। এর আগে, গত সপ্তাহে লালমনিরহাট সদর উপজেলা ও কালীগঞ্জ উপজেলায় সাড়ে ৭০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়ছে। এরই অংশ হিসেবে পাটগ্রামে শনিবার ৩০০ পরিবারকে বসুন্ধরার শীতের উপহার কম্বল তুলে দিয়েছেন শুভ সংঘ।

বসুন্ধরার কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান, বুড়িমারী স্থলবন্দরের ডেপুটি কমিশনার (ডিসি) কেফায়েত উল্যাহ মজুমদার, পাটগ্রাম উপজলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, বাউরা আরফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কালের কণ্ঠ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু, পাটগ্রাম উপজলা প্রতিনিধি মামুন হাসন সরকার, শুভসংঘ পাটগ্রাম উপজলা শাখার উপদষ্টা আব্দুর রাজ্জাক রঞ্জু, সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।