ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুহূর্তেই কিলিং মিশন কমপ্লিট

মেহেদী নূর, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
মুহূর্তেই কিলিং মিশন কমপ্লিট এরশাদুল হক।

ব্রাহ্মণবাড়িয়া: রাত তখন নয়টা। কুয়াশা ও অন্ধকার।

একটি ওয়াজ মাহফিল থেকে আঞ্চলিক সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদুল হক (৩৫)। পেছন মোটরসাইকলে ছিলেন তার ছোট ভাই আক্তারুজ্জামান। কিন্তু পথের মধ্যে এক লোক আক্তারুজ্জামানকে ডাক দিলে তিনি কিছুটা সময়ের জন্য দাঁড়ান ওই ব্যক্তি সঙ্গে কথা বলার জন্য। এর মধ্যে তাদের দূরত্ব কিছুটা বেড়ে যায়। তার ভাইয়ের মোটরসাইকল সামনের দিকে এগিয়ে যেতে থাকে।

সড়কটা ছিল অনেটাই নির্জন। ঠিক সেই মুহূর্ত গোলাগুলির শব্দ। দৌড়ে গিয়ে দেখেন তার ভাই রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে আছেন। তার ভাইয়ের সঙ্গে থাকা অপরজন ঘটনাস্থলে মারা যান। চার থেকে পাঁচটা মোটরসাইকেল। লোক ১৫/১৬ জন। তাদের হাতে ছিল অস্ত্র। তারা মহূর্তের মধ্যেই কিলিং মিশন শেষ করে মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে রওনা দেয়।

ঘটনাস্থল থেকে কিছুটা দূরে আঞ্চলিক সড়কের পাশেই একটি ঘরে বাস স্থানীয় বাসিন্দা মনির হোসেন। ঘরের পরিবারের লোকজনের সঙ্গে বসে কথা বলছিলেন। তিনি প্রথমে মনে করেছিলেন পাশের বাড়িতে বিয়ে চলছিল মনে হয় বিয়ে বাড়ির ছেলেরা পটকা ফুটাচ্ছেন। কিন্তু গুলির শব্দ শুনে ঘর থেকে বের হন।

তিনি বলেন, আমি ঘটনাস্থলে যাবার সময় দেখি মোটরসাইকল থেকে কথা বলতাছে কাম সাইরা লাইছি। তাড়াতাড়ি চল। তখন কাছে গিয়ে দেখি এরশাদ ভাই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। তার সাথের জন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই আক্তারুজ্জামান বলেন, আমি বিদেশে থাকি। ভাইয়ের নির্বাচনের জন্য আমি ছুটি নিয়ে দেশে এসেছি। গতকাল রাতে আমার ভাইয়ের সঙ্গে গ্রামের একটি ওয়াজ মাহফিলে যায়। পরে সেখান থেকে দুই মোটরসাইকলে করে একসঙ্গে রওনা দেই। আমার ভাইয়ের গাড়ি ছিল সামনে। পথের মধ্যে এক লোক আমাকে ডাক দিলে এক মিটিটের জন্য দাঁড়াই। পরে দেখি গুলির শব্দ। তখন দৌড়ে গিয়ে দেখি ৪/৫টা মোটরসাইকেলে ১৫/১৬ লোক। তারা আমার ভাইসহ আরেকজনকে গুলি করে মুহূর্তের মধ্যেই চলে যায়।

নিহতের এরশাদুলের স্ত্রী ইসরাত জাহান সুমি বলেন, আমার স্বামীর মৃত্যুর খবর শুনে অজ্ঞান হয়ে পড়ি। আমার ছোট ছোট দুই ছেলে ও এক মেয়েকে এতিম করে চিরজীবনের জন্য চলে গেছেন। আমি এই শোক কি করে সইবো। আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।