ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানুষ যন্ত্র হয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
মানুষ যন্ত্র হয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: মানুষের মানবিকতা ও মূল্যবোধ লোপ পাচ্ছে। মানুষ যন্ত্র ব্যবহারের সাথে সাথে যন্ত্র হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার সদর দপ্তরে মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ বেতারের ৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, মানুষের যাতে মানবিকতা আরো উন্নত হয়। মানুষ যেন যন্ত্রে পরিণত না হয়। মানুষের মধ্যে মহত্ব বোধ থাকে। অপরের প্রতি সহযোগিতার মানসিকতা যেন প্রশসন করে মানুষ। সে ধরনের অনুষ্ঠান সম্প্রচার করা প্রয়োজন রেডিওর পক্ষ থেকে। আমরা যে একটি মানবিক ও সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই, সেটি করার ক্ষেত্রে রেডিও সে ধরনের সমাজ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। রেডিও রাষ্ট্রীয় প্রচারযন্ত্র। উন্নত রাষ্ট্র গঠনের জন্য বিনোদনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ বেতার।

দেশ এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশ অনেক দূর এগিয়ে গেছে। পৃথিবীতে অবাক করে দিয়ে আমরা এগিয়েছি। আমরা আরো এগিয়ে যাবো। দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাব।

আলোচনা সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মো. আক্তার হোসেন মজুমদার, বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এএসএম জাহীদ, বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এমএমআই/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।