ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘বিজয় শোভাযাত্রা’ সফল হওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
‘বিজয় শোভাযাত্রা’ সফল হওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা ছবি: ডিএইচ বাদল

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচি  সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সর্বাত্মকভাবে সফল হওয়ায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশবাসী ও সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  

শনিবার(১৮ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে ১৮ ডিসেম্বর দেশব্যাপী ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচির আয়োজন করে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ।

এই কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ২:৩০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে ‘বিজয় শোভাযাত্রা’ শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বরের  ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে এসে শেষ হয়।

বিবৃতিতে তিনি বলেন, রাজধানীতে গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুপুর থেকেই মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা। ঢাকা মহানগরের অলি-গলি সড়ক-মহাসড়ক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনগণ মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী’র বাঁধভাঙ্গা আবেগ ও উচ্ছ্বাস নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। দেশপ্রেমের বহ্নিশিখায় উদ্ভাসিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিরঞ্জীব আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত লক্ষ নর-নারী ছাত্র-যুবক শ্রমিক-জনতার পদভারে মুখরিত হয়ে ওঠে রাজপথ। ঢাকা মহানগরীর সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে ‘বিজয় শোভাযাত্রা’ এক মহাশোভাযাত্রায় পরিণত হয়।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রায় লখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অন্তর্নিহিত শক্তি সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরতœ শেখ হাসিনার প্রতি পুনরায় অকুণ্ঠ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে। একই সাথে মহাশোভাযাত্রা থেকে দেশের জনগণ বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনা বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

বিবৃতিতে তিনি শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে সু-শৃঙ্খলভাবে ঐতিহাসিক শোভাযাত্রাটি সফল করতে দায়িত্বশীল ভূমিকা পালন করায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সকল পর্যায়ের নেতা-কর্মী, সর্বস্তরের জনগণ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী ও সংস্থার সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণজোয়ার সৃষ্টি হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনাকাঙ্খিত যানজট সৃষ্টি হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সাথে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে চলমান সংগ্রামকে এগিয়ে নিতে অতীতের মতো আওয়ামী লীগের প্রতি আস্থা ও সমর্থন অব্যাহত রাখতে বাংলাদেশের সকল জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময় ২২৫৫ ঘন্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।