ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকাগামী লঞ্চে নারীর শৌচাগারে গোপনে ভিডিও! 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
ঢাকাগামী লঞ্চে নারীর শৌচাগারে গোপনে ভিডিও! 

ঢাকা: পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ নামের একটি লঞ্চের নারী শৌচাগারে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করার অভিযোগে এক বখাটে তরুণকে আটক করেছে পুলিশ।

আটক বখাটে তরুণের নাম মেহেদী হাসান রিয়াদ (২৭)।

সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার বাংলানিউজকে বলেন, সোমবার ভোর সোয়া ৫টায় একজন নারী কলার পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন করে জানান, তিনি ঢাকার একটি সরকারি নারী কলেজের মাস্টার্সের ছাত্রী। প্রাকৃতিক প্রয়োজনে তিনি লঞ্চের শৌচাগারে গেলে ভেন্টিলেটর দিয়ে এক লোক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছিল। এ সময় ওই নারী বিষয়টি বুঝতে পেরে তাড়াতাড়ি বের হয়ে আসেন।

ভুক্তভোগী কলার এবং তার ছোট ভাই মিলে লোকটিকে আটক করেন এবং অন্য যাত্রীদের সহায়তায় লঞ্চের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের কাছের হস্তান্তর করেন। কলার জানান, ঘণ্টাখানেকের মধ্যে লঞ্চটি সদরঘাট পৌঁছে যাবে, তিনি ৯৯৯-এর কাছে আইনি সহায়তা কামনা করেন।

তিনি বলেন, ৯৯৯-এ তাৎক্ষণিকভাবে বিষয়টি সদরঘাটের নৌ-পুলিশ ফাঁড়িতে জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। সংবাদ পেয়ে সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ি পুলিশের একটি দল ঘাটে লঞ্চটি ভিড়লে সুন্দরবন ১৪ লঞ্চটি থেকে ভিডিও ধারণের অভিযোগে মেহেদী হাসান রিয়াদ (২৭) নামের ওই তরুণকে আটক করে।

আটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এসজেএ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।