ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘুষ দিয়ে অন্যের নামে জমি রেজিস্ট্রি, দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
ঘুষ দিয়ে অন্যের নামে জমি রেজিস্ট্রি, দুদকের অভিযান

ঢাকা: সাব-রেজিস্ট্রার টঙ্গিবাড়ি মুন্সিগেঞ্জের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে একজনের জমি অন্যজনের নামে রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

সোমবার (২০ ডিসেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাব-রেজিস্ট্রার টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে একজনের জমি অন্যজনের নামে রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২-এর উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সোমবার একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম।

দুদক টিম অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনে জন্য সরেজমিনে সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শন করে এবং অভিযোগ সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার, দলিল লেখক, নকল লেখক ও অভিযোগকারীর বক্তব্য গ্রহণ করেন। পরিদর্শনকালে অভিযোগ সংক্রান্ত দলিলের কপিসহ সব নথিপত্র যাচাই করেন। নথিপত্র যাচাইকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক টিম। এমতাবস্থায় অভিযানে পাওয়া তথ্য-প্রমাণ ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এদিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, দৌলতপুর, কুষ্টিয়ার বিরুদ্ধে বয়স্ক, বিধবা ও অন্য ভাতার সুবিধাভোগীদের অর্থ আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক নীলকমল পালের নেতৃত্বে সোমবার অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। দুদক টিম ওই দপ্তর পরিদর্শন করে এবং অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তা ও অভিযোগকারীর সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এসএমকে/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ