ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা রিজেন্সির বিজয় কিডস আর্ট কম্পেটিশন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
ঢাকা রিজেন্সির বিজয় কিডস আর্ট কম্পেটিশন

ঢাকা: বিজয়ের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) হোটেলটির জনপ্রিয় হলরুমে এ প্রতিযোগিতার সেলেব্রেশন হয়।

যেখানে ৫ থেকে ১২ বছরের বয়সের মধ্যে দেড়শোর বেশি প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং এটি দুটি গ্রুপে বিভক্ত করা হয় (এ গ্রুপ এবং বি গ্রুপ)।

বিজয় উল্লাস এই বিষয়টি চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা যাতে তাদের শৈল্পিক দক্ষতা ও অভিব্যক্তির দ্বারা প্রতিভার বিকাশ সাধন করতে পারে, এটাই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতা শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিট থেকে, সময়সীমা ছিল এক ঘণ্টা। পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ১২টা ৩০ মিনিটে।

এতে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির এইচ আর ডিরেক্টর কমান্ডর মুনিরুল ইসলাম, ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর এ টি এম আহমেদ হোসাইন এবং হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. মাহমুদ হাসান।

এই ইভেন্টে বেভারেজ স্পন্সর ছিলেন কোকাকোলা লিমিটেড, স্ন্যাকস পার্টনার ছিলেন বম্বে সুইটস লিমিটেড, ইগলু আইস ক্রিম ছিলেন আইসক্রিম পার্টনার এবং ফেবার কেস্টাল ছিলেন গিফট পার্টনার। সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার ছিল বিজয়ীদের জন্য; নভোএয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স দুইটি এয়ার টিকিট দিয়েছে; ঢাকা-কক্সবাজার-ঢাকা, বিজয়ী এবং তার অভিভাবকের জন্য।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।