ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শৃঙ্খলার মান না বাড়লে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
শৃঙ্খলার মান না বাড়লে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন,পুলিশের প্রতি জনগণের আস্থাহীনতা শূন্যের কোটায় আনতে আমরা অনেকটাই এগিয়ে আছি, এই অবস্থান থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আইজিপির নির্দেশনা বাস্তবায়নে সাধারণ মানুষের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দেওয়ায় পুলিশের যে Human Face তৈরি হয়েছে সেই গ্রহণযোগ্য পুলিশিং ধরে মাঠে থাকতে হবে,নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে থাকতে হবে ।

বরিশাল পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত বিএমপি'র মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন, আমাদের প্রাপ্তি অনেক, আগের মতো দৈনদশা আর নেই।  কল্যাণ সভায় সকলের মতামত অবারিত। পুলিশের কল্যাণ নিশ্চিত করতে পারলে আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করা আরও সহজ হয়। দৃষ্টি প্রসারিত করে সঠিক সময়ে সঠিক কাজগুলো সততা, দেশপ্রেম, দক্ষতা, সবকিছু প্রয়োগে নিজেকে দুর্নীতিমুক্ত রেখে করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় জনকল্যাণ ও শৃঙ্খলার মান বৃদ্ধি  করতে পারলেই সরকার আমাদের প্রত্যাশাগুলো সাধ্যমতো পূরণ করবে।

তিনি বলেন, শৃঙ্খলার মান বৃদ্ধি না হলে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়। আমরা স্বাধীনতার পঞ্চাশ বছরে পদার্পণ করছি, যে-ই উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বীর মুক্তিযোদ্ধারা এই সোনার বাংলা উপহার দিয়েছেন, সেই স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রকল্প হাতে নিয়েছেন তা বাস্তবয়নে, আমাদের সকলকে যার যার অবস্থান কাজ করতে হবে।  

সভার এক পর্যায়ে, চলতি মাসের ৩১ ডিসেম্বর আরই বিএমপি  মো. মোবাক্ষের হোসেনের অবসরজনিত বিদায়ে শেষ কল্যাণ সভা উপলক্ষে পুলিশ কমিশনার  তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সহকর্মী হিসেবে তার কর্মজীবনের প্রশংসা করেন।  

 সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস)নাসরিন জাহানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস্) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) মো. নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো.জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)  মো. আশরাফ আলী বিপিএম-বার ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত বিপিএম-বার।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।