ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক আটক রোহিঙ্গা যুবক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে এপিবিএনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিন দুপুরে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে এপিবিএন সদস্যরা ক্যাম্প-১৪ হাকিমপাড়ায় অভিযান চালায়। এ সময় নুর আলমকে (৩৫) আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ব্যবহৃত ট্যাংকের ভেতর থেকে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এসবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।