ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘করোনা মোকাবিলায়ও বাংলাদেশ বিশ্বে রোল মডেল’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
‘করোনা মোকাবিলায়ও বাংলাদেশ বিশ্বে রোল মডেল’

ঢাকা: বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোল মডেল নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে করোনা মোকাবিলা করেছে তাতেও বিশ্বে রোল মডেল হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিনাজপুরের বিরলে বহলা বধ্যভূমিতে ‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ এর পরিবেশনায় ‘জোনাকি পোকার গান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তখ্য জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সামিউল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী খান লাকী অনলাইনে, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম‍্যান আজিজুল ইমাম চৌধুরী ও শহীদ পরিবারের সদস্য বিজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম‍্যান আমজাদ হোসেন বক্তব‍্য রাখেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনার আগে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন বাংলাদেশে কোটি কোটি মানুষ মারা যাবে। কিন্তু মহান আল্লাহর রহমতে ও আমাদের প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরা এ মহামারিকে মোকাবিলা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে আমরা বাংলাদেশের জনগণকে নিরাপদ রাখতে সমর্থ হয়েছি। তার যেই পরিকল্পিত নেতৃত্ব, পরিকল্পিত স্বাস্থ্য ব্যবস্থা এবং জনগণের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার যে ব্যবস্থাপনা, সেটা সফলতা লাভ করেছে। তাইতো বাংলাদেশে করোনা মোকাবিলায় যে মডেল তৈরি হয়েছে সেটা পৃথিবীর মানুষ এখন জানতে চায়, বুঝতে চায়।

তিনি বলেন, করোনা মহামারিতে সমগ্র পৃথিবীর অর্থনীতি যখন মুখ থুবড়ে পড়েছে, তখন পৃথিবীর পাঁচটি অগ্রসরমান অর্থনীতির একটি বাংলাদেশ। সমগ্র পৃথিবীতে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্ব তাক লাগিয়ে দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, এ বাংলাদেশ হবে ডিজিটাল, ক্ষুধা ও দারিদ্র্য থাকবে না। মধ্যম আয়ের দেশ হবে, উন্নত দেশ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্যকে জয় করেছি। স্বল্পোন্নত দেশ থেকে আমরা মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছি।

খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছেন মন্তব্য করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অনর্গল মিথ্যা কথা বলার কারণে মির্জা ফখরুল ইসলামকে এখন সবাই মিথ্যা ফখরুল বলে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।