ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ শীর্ষ মাদক বিক্রেতা ফাতেমা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
ইয়াবাসহ শীর্ষ মাদক বিক্রেতা ফাতেমা  গ্রেফতার

ঢাকা: রাজধানীর শাহআলী এলাকা থেকে ইয়াবাসহ শীর্ষ মাদক বিক্রেতা ফাতেমা বেগমেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে শাহআলী থানার জি ব্লকের ২ নং রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আসাদুজ্জামান বলেন, থানার কিউআরটি ডিউটিতে থাকা এসআই অমিতাভ রায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১ হাজার ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেফতার হওয়া ফাতেমার বিরুদ্ধে শাহআলী থানায় ২০১২ সাল থেকে এ পর্যন্ত ১০টি মাদকের মামলা রয়েছে। এসব মাদকের মামলায় তিনি গ্রেফতার হয়ে জামিনে এসে আবার একই কাজ শুরু করেন। এছাড়া ফাতেমার বিরুদ্ধে ৩টি মামলার ওয়ারেন্ট রয়েছে।

শাহআলী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার ফাতেমা বেগমকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসজেএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।