ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তুলার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
তুলার কারখানার আগুন নিয়ন্ত্রণে ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় তুলার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জানা গেছে, আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, আগুনে তুলা তৈরির কারখানার তুলা, ঝুট মালামাল ও টিনশেডের গুদাম পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৫২৭, ডিসেম্বর ২৪, ২০২১
আরএস/জেডএ

***কালিয়াকৈরে তুলার কারখানায় আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।