ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লাকে কলঙ্কমুক্ত করেছেন অধ্যক্ষ আফজল খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
কুমিল্লাকে কলঙ্কমুক্ত করেছেন অধ্যক্ষ আফজল খান কুমিল্লাকে কলঙ্কমুক্ত করেছেন অধ্যক্ষ আফজল খান

ফ্রিডম পার্টির অত্যাচারে মানুষ যখন অতিষ্ঠ, তখন দলবল নিয়ে তাদের অফিস ধ্বংস করে দেন অধ্যক্ষ আফজল খান। ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ভয়ে যখন কেউ শোক দিবস পালন করতো না, সে সময় শোক দিবস পালন করে গেছেন তিনি।

তিনি কুমিল্লাকে কলঙ্কমুক্ত করেছেন।

বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশকে গড়ে তুলতে হলে সোনার মানুষ চাই। আফজল খান ছিলেন সেই সোনার মানুষ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহলে আয়োজিত ‘হৃদয়ে স্মরণে স্মৃতিতে ভালোবাসায় অধ্যক্ষ আফজল খান’ নাগরিক শোক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

এ সময় ভার্চ্যুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।


আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সংসদ সদস্য শিরিন আক্তার ও আবুল হাশেম খান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ মান্নান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও অধ্যক্ষ আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, ছড়াকার বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, বিএমএর প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েত উল্লাহ, জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম শিকদার, ব্যবসায়ী নেতা শাহ মোহাম্মদ আলমগীর খান, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান, গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন ও এম এ করিম মজুমদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নূর-উর-রহমান মাহমুদ তানিম, আওয়ামী লীগ নেতা মাসুদ সালাউদ্দিন, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক আতাউর রহমান জসিম, সাংবাদিক গাজীউল হক সোহাগ, কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী মোতাহার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুল ইসলাম শাহিন, জাসদ নেতা অধ্যক্ষ শফিকুর রহমান, ন্যাপের (মোজাফফর) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস মহিউদ্দিন আহমেদ, জেলা কৃষক লীগ সভাপতি নির্মল পাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্তসহ আরও অনেকে।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ছড়াকার সৈয়দ মোহাম্মদ তারিক।

অধ্যক্ষ আফজাল খান কুমিল্লায় বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন।

তিনি কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সহ-সভাপতি, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, কুমিল্লা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, সমবায় ইউনিয়নের সাবেক সভাপতি, ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু মসজিদের প্রতিষ্ঠাতা, কুমিল্লা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, কুমিল্লা  জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ের প্রধান উপদেষ্টা, কুমিল্লা বিসিকের সাবেক সভাপতি, এফবিসিআইয়ের সাবেক পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত, বাংলাদেশ আয়কর বিভাগ কর্তৃক ‘কর বাহাদুর’ উপাধিতে ভূষিত, কুমিল্লা জেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাবেক সভাপতি, কুমিল্লার সিনিয়র আইনজীবী, বঙ্গবন্ধু ল কলেজে ও শেখ ফজিলাতুন্নেছা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা।

২০২১ সালের ১৬ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আফজল খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।