ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুগন্ধায় দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
সুগন্ধায় দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান সুগন্ধায় দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার পরের দিন আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি নিখোঁজ যাত্রীদের স্বজনরাও নিজেদের মতো করে নদী ও নদী তীরবর্তী এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছেন।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বেল্লাল উদ্দিন জানান, শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোররাতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই ঝালকাঠির সঙ্গে রাজাপুর, বরিশাল সদর ও নৌ স্টেশনের প্রায় ১০টির মতো ইউনিট কাজ করে। এ সময় তারা আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার অভিযানও পরিচালনা করে। এরপর শুক্রবার দিনগত রাত ১০টার দিকে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।

তবে শনিবার ভোর থেকে আবারও উদ্ধার অভিযান চলছে। যা সারাদিন অব্যাহত থাকবে। সেইসঙ্গে সকাল ৯টা থেকে ডুবুরি দলও কাজে যোগ দিয়েছে।

তিনি জানান, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। যে কমিটির সদস্যরা বর্তমান দুর্ঘটনা কবলিত লঞ্চসহ বিভিন্ন স্থান পরিদর্শন করছেন।

এদিকে নিখোঁজ প্রিয়জনদের সন্ধানে স্বজনরাও ট্রলার নিয়ে নদীতে নেমেছেন। আবার অনেকে নিখোঁজদের ছবি নিয়ে নদীর পাড়ে পাড়ে ঘুরছেন। তবে এ পর্যন্ত নতুন করে কারো সন্ধান মেলেনি। এছাড়া হস্তান্তর হওয়া ৩৭ জনের মরদেহের বাইরে ঢাকায় বার্ন ইউনিটে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অপরদিকে, বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ভর্তিরত ৮১ জনের মধ্যে ১৯ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। সেইসঙ্গে ১৬ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। ৪৬ জনের মধ্যে ৫ জন শিশু, ৫ জন অর্থোপেডিক, ৩ জন আইসিইউ ও ৩৩ জন সার্জারী ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা থেকে শেবাচিম হাসপাতালে আসা মেডিক্যাল টিমের প্রধান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক (প্লাস্টিক সার্জারি) ডা. নুরুল আলম বলেন, আমরা আজ এ হাসপাতালে আসা রোগীদের পর্যবেক্ষণ করছি, যাদের প্রয়োজন হবে তাদের আজই অপারেশন করা হবে। সেজন্য অপারেশন থিয়েটার প্রস্তুত রাখতে বলা হয়েছে। এখানেই প্লাস্টিক সার্জারি করা সম্ভব আর যাদের সম্ভব নয় তাদের ঢাকায় নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।