ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক রিয়াজ উদ্দিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
সাংবাদিক রিয়াজ উদ্দিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত 

নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মনোহরদী উপজেলার নারান্দি শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পরে তৃতীয় জানাযার উদ্দেশে হেলিকাপ্টারে করে পুনরায় ঢাকায় নেওয়া হয় এই বর্ষীয়ান সাংবাদিকের মরদেহ।

রিয়াজ উদ্দিন আহমেদ ১৯৪৫ সালের ৩০ নভেম্বর নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি গত ১৩ ডিসেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি শনিবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

নরসিংদীর মনোহরদীতে সর্বস্তরের সাধারণ মানুষ তার জানাযায় অংশ গ্রহণ করে। এসময় তাকে এক নজর দেখার জন্য শত শত মানুষ ভিড় করে। তারা সকলে মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন।  

এসময় বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মরহুমের ভাই জয়নাল আবেদীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ জেলা বিএনপিসহ সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিরা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।