ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শৈল কুঠিরে চলছে হাজারীর অন্তিম যাত্রার প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
শৈল কুঠিরে চলছে হাজারীর অন্তিম যাত্রার প্রস্তুতি

ফেনী: সেই শৈল কুঠির। নানা ঘটনার সাক্ষী এ লাল দালানটি।

জয়নাল হাজারী সাম্রাজ্যের সিংহাসন ছিল এ শৈল কুঠির। সিনিয়র হাজারী আমলের রাজনীতি নিয়ন্ত্রণ হতো এখান থেকেই।

ফেনী শহরের মাস্টার পাড়ার বাড়িটি আলোচনার বাইরে ছিল দীর্ঘ ২০ বছর। আজ ফের এসেছে আলোচনায়। যেখানে চলছে হাজারীর অন্তিম যাত্রার প্রস্তুতি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর দেখা যায় শৈল কুঠিরের মুজিব উদ্যানে খোঁড়া হয়েছে কবর। বেড়েছে জয়নাল হাজারীর ভক্ত সমর্থকদের আনাগোনা। অনেকের চোখের কোনেই জমে আছে পানি।

বাড়ির আঙ্গিনায় জয়নাল হাজারীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীসহ জেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের।

নিজাম হাজারী বলেন, ফেনী আওয়ামী লীগের সর্বজন শ্রদ্ধেয় জয়নাল হাজারীকে বরণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কবর খোঁড়া সম্পন্ন হয়েছে। বিকাল সাড়ে ৪ টায় ফেনী পাইলট হাইস্কুল মাঠে হবে নামাজে জানাজা।

জয়নাল হাজারীর ভাগিনা আনোয়ার হোসেন শিমু জানান, জয়নাল হাজারীর আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানী, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দাফনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২৭ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসএইচডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।