ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুত্রবধূর নির্যাতনে শাশুড়ির বিষপান, প্রেমে ব্যর্থ হয়ে কিশোরীর হারপিকপান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
পুত্রবধূর নির্যাতনে শাশুড়ির বিষপান, প্রেমে ব্যর্থ হয়ে কিশোরীর হারপিকপান

মেহেরপুর: পুত্রবধূর নির্যাতন সইতে না পেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন শাশুড়ি আশেদা খাতুন (৪৫)। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার সময় আশেদা খাতুন বিষপান করেন।

তিনি গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের ওসমান আলীর স্ত্রী।

আশেদা খাতুনের স্বামী ওসমান আলী জানান, একমাত্র পুত্রবধূ কাকলী খাতুনের সঙ্গে আমার স্ত্রী আশেদার প্রায় প্রতিদিনই ঝগড়া লাগে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে কাকলী অকথ্য ভাষায় গালাগাল করলে রাগে ক্ষোভে আশেদা বিষপান করে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার বিষ উত্তোলন করেন চিকিৎসক।  

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত স্যাকমো সোহাগ হোসেন জানান, বর্তমানে তিনি সুস্থ আছেন।

অপরদিকে প্রেমে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার রাতে সোহেলি খাতুন (১৬) নামে এক স্কুলছাত্রী হারপিকপান করে আত্মহত্যার চেষ্টা করে। সোহেলি খাতুন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের প্রবাসী শাহিন আলীর মেয়ে ও উত্তর শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
সোহেলি বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।