ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সবুজবাগে গাঁজাসহ তিন বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
সবুজবাগে গাঁজাসহ তিন বিক্রেতা গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

শনিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

এর আগে, শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. সুমন শেখ ওরফে চিকু সুমন, মো. বশির ও মো. কবির হোসেন। অভিযানে তাদের হেফাজত থেকে ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ পরিদর্শক ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে বলেন, গাঁজা বিক্রি ও সরবরাহের উদ্দেশ্যে সবুজবাগ থানার উত্তর বাসাবো কালভার্ট এলাকায় কয়েকজন একত্রিত হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সুমন, বশির ও কবিরকে গ্রেফতার করা হয়।

আসামিদের বরাত দিয়ে তিনি বলেন, গ্রেফতাররা কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে। এরপর ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

আসামিদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারী ০১, ২০২২
এসজেএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।