গরীব ও অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন (বিবিএফ)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
এ সময় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। ফলে মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে মানবতার কাজে এগিয়ে আসতে হবে।
এতে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুম গণি তাপস, ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক রেড ক্রসের প্রতিনিধি শিরিন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন বিবিএফের সহ সভাপতি রিপন কান্তি বড়ুয়া ,অর্থ সম্পাদক উত্তম কুমার বড়ুয়া, অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া, ড. জগন্নাথ বড়ুয়া, ড. সুবর্ণ বড়ুয়া, জয়সেন বড়ুয়া, অপু বড়ুয়া, রূপায়ন কুমার বড়ুয়া, জীবক কুমার বড়ুয়া, মধুমিতা বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, শেলু বড়ুয়া, নিপু বড়ুয়া, সুজন বড়ুয়া, সৈকত চৌধুরী, সজীব বড়ুয়া সাজু, অভিজিৎ বড়ুয়া, সুময় বড়ুয়া টসি, রিন্টু বড়ুয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমআর/টিসি