ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হামলার ভিডিও ভাইরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
ফতুল্লায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হামলার ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ: সম্প্রতি নারায়ণগঞ্জ ফতুল্লায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবক তার হাতের ব্যাগ থেকে পিস্তল বের করে আতঙ্ক সৃষ্টি করছেন।

ওই সময় তার বাহিনী লাঠিসোঁটা নিয়ে আশপাশের  মানুষের ওপর হামলা করে। তবে, কাদের ওপর হামলা করছে সেটি পুরোপুরি পরিলক্ষিত হয়নি ভিডিওতে।

ভাইরাল সেই ভিডিওর সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন আগে ফতুল্লায় মধ্য ইসদাইর এলাকায় গাবতলী এলাকার উশৃঙ্খল যুবকরা হামলা করে। ওই সময় তারা রাস্তায় নির্বিচারে যাকে পেয়েছে তাকেই মারধর করেছে। একপর্যায়ে এলাকার লোকজন হামলাকীরদের বাধা দেয়। এ সময় পিস্তল উঁচিয়ে ওই যুবক আতঙ্ক সৃষ্টি করেন।  

ফতুল্লার মধ্য ইসদাইর এলাকার বাসিন্দা হুমায়ুন মিয়া বলেন, পিস্তল উঁচিয়ে আতঙ্ক সৃষ্টিকারী যুবকের নাম আবু কালাম। তিনি গাবতলী এলাকায় কিশোর গ্যাং লিডার।  

এর আগেও নারায়ণগঞ্জের পাগলা এলাকায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।