ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামনগর ও মুন্সীগঞ্জে থানা-পুলিশ ফাঁড়ির প্রস্তাবনা দেওয়া হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
শ্যামনগর ও মুন্সীগঞ্জে থানা-পুলিশ ফাঁড়ির প্রস্তাবনা দেওয়া হবে ডিআইজি , ‍খুলনা

সাতক্ষীরা: পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, সুন্দরবন এলাকার নিরাপত্তার লক্ষ্যে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। নিরাপত্তার স্বার্থে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগরে আরও একটি থানা ও মুন্সীগঞ্জে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবনা দেওয়া হবে।

একইসঙ্গে এখানে পুলিশের একটি আধুনিক গেস্ট হাউজ নির্মাণ করা হবে।

রোববার (২ জানুয়ারি) সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে নির্মিত রিভার ভিউ ঘাট উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ, পরিদর্শক (তদন্ত) কাজী শহিদুল ইসলাম প্রমুখ।

পরে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন সুন্দরবনের কলাগাছিয়াসহ বিভিন্ন স্পট পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।