ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেতাগীতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
বেতাগীতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ খুন প্রতীকী ছবি

বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ধলু মৃধা (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। এসময় আহত হয়েছেন তার ছেলে মো. হাসান।

রোববার (২ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ ভোলানাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

এলাকা সূত্রে জানা গেছে, ধলু মৃধার সঙ্গে জমি নিয়ে তার চাচা শ্বশুর রফিক মল্লিকের (৫৫) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে রফিক মল্লিক তার লোকজন নিয়ে জমি পরিমাপ করতে আসেন। এ সময় ধলু মৃধার সঙ্গে রফিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রফিক তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ধলু মৃধা ও তার ছেলেকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী ধলু মৃধাকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। মামলা হলে দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।