ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

হেডফোন লাগিয়ে মোবাইলে গেম, কাটা পড়ল ট্রেনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
হেডফোন লাগিয়ে মোবাইলে গেম, কাটা পড়ল ট্রেনে

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকায় হেডফোন কানে দিয়ে গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রাসেল (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে দিনোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রাসেল রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকার মজিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানা যায়, কিশোর রাসেল রেল লাইনে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গেম খেলছিল। এ অবস্থায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে সংযোগকারী শাটল ট্রেনটি কুড়িগ্রাম থেকে কাউনিয়া যাত্রী নিয়ে যাওয়ার পথে ওই ট্রেনে নিচে কাটা পড়ে রাসেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত ওই কিশোরের বাড়ি রেললাইনের পাশেই। অসাবধানতাবসত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এফইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।