ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিক্রি নিষিদ্ধ দেড় মণ মাছ জব্দ

হারুন-অর-রশীদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
বিক্রি নিষিদ্ধ দেড় মণ মাছ জব্দ বিক্রি নিষিদ্ধ মাছ জব্দ

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২৫ কেজি জাটকা ইলিশ ও ৪০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে।  

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন।

 

অভিযানকালে উপস্থিত ছিলেন- উপ-পরির্দক (এসআই) মো. আব্দুর রহমানসহ পুলিশ ফোর্স।  

এ তথ্য নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন বাংলানিউজকে বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে বিক্রি নিষিদ্ধ মাছ ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। জব্দ মাছগুলো তিনটি এতিমখানায় বন্টন করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।