ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

নকল শিশু খাদ্য ধ্বংস, কারখানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
নকল শিশু খাদ্য ধ্বংস, কারখানকে জরিমানা

বরিশাল: অন্য কোম্পানির পণ্যের (শিশু খাদ্য) লোগো ব্যবহার করে নকল পণ্য বাজারজাত করার লক্ষ্যে প্রস্তুত করে মজুদ করার অপরাধে একটি ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ এপ্রিল) সকালে বরিশাল নগরের সাগরদী টিয়াখালী সড়কের গাবতলা এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


অভিযানে ফ্যাক্টরি মালিক মো. জুয়েল তালুকদারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া জানান, জুয়েল তালুকদার তার ফ্যাক্টরিতে প্রাণে রোবো নামের একটি শিশু খাদ্যর প্যাকেটের মনোগ্রাম ব্যবহার করে রোবো প্লাস নামে নকল পণ্যটি উৎপাদন করছিলেন। যা বাজারজাত করায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়।

অভিযানে জুয়েল তালুকদারকে ২৫ হাজার টাকা জরিমানা ও নকল পণ্যগুলো ধ্বংস করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানি মিত্র, সাফিয়া সুলতানা এবং র‌্যাব-৮ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।