ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

নওগাঁয় তেলের পূর্বের মূল্য মুছে অতিরিক্ত মূল্যে বিক্রি, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মে ১৭, ২০২২
নওগাঁয় তেলের পূর্বের মূল্য মুছে অতিরিক্ত মূল্যে বিক্রি, জরিমানা

নওগাঁ: নওগাঁর বদলগাছীতে বোতলজাত সয়াবিন তেলের পূর্বের মূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ২২০ লিটার তেল জব্দ করে ভোক্তাদের মাঝে পূর্বের মূল্য অনুযায়ী বিক্রি করা হয়।

মঙ্গলবার (১৭ মে) বেলা ১২টায় উপজেলার ভাণ্ডারপুর বাজারে ভোক্তা অধিকারের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

এ সময় শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বদলগাছী উপজেলার ভাণ্ডারপুর বাজারে রবিউল স্টোরে বোতলজাত (১ লিটার) সয়াবিন তেল গায়ে পূর্বের মূল্য ১৬০ মুছে ফেলে ১৯৮ টাকা মূল্য বসিয়ে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্টোরে অভিযান চালালে ঘটনার সত্যতা পাওয়া যায়। ওই স্টোরের মালিক রবিউলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, স্টোর থেকে ২২০ লিটার বোতল জাত সয়াবিন তেল জব্দ করে পূর্বের ১৬০ টাকা মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।

অভিযান পরিচালনার সময় উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মে ১৭, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।