ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জাতিসংঘ মিশনে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আবদুল মুহিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুন ২০, ২০২২
জাতিসংঘ মিশনে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আবদুল মুহিত মুহাম্মদ আবদুল মুহিত

ঢাকা: মুহাম্মদ আবদুল মুহিতকে নিউইয়র্কে জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান প্রতিনিধি রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন।

সোমবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মুহাম্মদ আবদুল মুহিত অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভিয়েনায় জাতিসংঘের সংস্থাসমূহ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায়  বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত রয়েছেন। তিনি একজন পেশাদার কূটনীতিক ও বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১১ তম ব্যাচের কর্মকর্তা।

এর আগে মুহাম্মদ আবদুল মুহিত ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কুয়েত, রোম, দোহা, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশন, নিউইয়র্কে জাতিসংঘ মিশন এবং মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

মুহাম্মদ আবদুল মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সমাজবিজ্ঞানে বিএসএস এবং এমএসএস ডিগ্রি লাভ করেন। তিনি কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ২০, ২০২২
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।