ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফিরতি যাত্রায় নির্ঝঞ্ঝাট উত্তরের মহাসড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
ফিরতি যাত্রায় নির্ঝঞ্ঝাট উত্তরের মহাসড়ক

সিরাজগঞ্জ: এ বছর ঈদযাত্রায় যানজট আর দুর্ভোগকে সঙ্গী করে ঘরে ফিরেছে উত্তরের যাত্রীরা। দীর্ঘ যানজটের কারণে ৩ ঘণ্টার পথ ১৪-১৫ ঘণ্টা লেগেছে।

কিন্তু ফিরতি যাত্রায় উত্তরের মহাসড়কগুলো একেবারেই নির্ঝঞ্ঝাট।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে সিরাজগঞ্জের কড্ডার মোড়, মুলিবাড়ী নলকা সেতু ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় শত শত যানবাহন চলাচল করতে দেখা গেলেও কোথায় কোনো যানজট বা ধীরগতি ছিল না। উভয় লেনে পূর্ণ গতিতে গাড়িগুলো চলাচল করছে।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) সালেকুজ্জামান বলেন, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়ছে। তবে একেবারে স্বাভাবিকভাবে চলছে গাড়িগুলো। কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।