ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

পুলিশের মামলায় না.গঞ্জ জেলা বিএনপির ২৪ নেতার জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
পুলিশের মামলায় না.গঞ্জ জেলা বিএনপির ২৪ নেতার জামিন

নারায়ণগঞ্জ: সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন জেলা বিএনপির ২৪ নেতা।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহের আদালতে আগাম জামিনের আবেদন করেন এসব নেতা।

আদালত তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন। সময় শেষ হওয়ার পর জামিনপ্রাপ্তদের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের জন্য বলা হয়েছে।

জামিনপ্রাপ্তরা হলেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ২৪ জন।

বিএনপি নেতাদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খানসহ কয়েকজন আইনজীবী।

অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খান জানান, আমরা আগাম জামিনের আবেদন করলে আদালত তা ৬ সপ্তাহের জন্য মঞ্জুর করেন। সেদিন কী ঘটনা ঘটেছিল এটি পুরো দেশ জানে। মিডিয়ায় এসেছে সেদিন কোনো ধরনের উস্কানি ছাড়াই বিএনপির শান্তিপূর্ণ কি র‍্যালিতে গুলি চালিয়েছে পুলিশ। তারপর বিএনপি নেতাদের আসামি করে মামলা দেওয়া হয়েছে।

গত ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি বের করতে চাইলে বিএনপি নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এ সময় তাদের উপর লাঠিচার্জ করলে নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ মিছিলে গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় শাওন নামে এক যুবদল কর্মী ঘটনাস্থলে নিহত হন। বিএনপি নেতাদের দাবি, পুলিশের গুলিতে মৃত্যু হয় শাওনের।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।