ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

৫ হাজার টাকায় আড়াই কেজির ইলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
৫ হাজার টাকায় আড়াই কেজির ইলিশ

সিরাজগঞ্জ: চলতি মৌসুমে সবচেয়ে বেশি ইলিশের আমদানি হয়েছে সিরাজগঞ্জের বাজারগুলোতে। বিভিন্ন আকৃতির এসব ইলিশের দামও আগের তুলনায় অনেকটাই কম।

 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকেই সিরাজগঞ্জ শহরের প্রধান মাছ বিক্রির কেন্দ্র বড় বাজারে নানা আকৃতির ইলিশে সয়লাব হয়ে যায়। মাইকিং করে ইলিশ মাছ বিক্রি শুরু হলে ইলিশ মাছের আসক্ত মানুষজন দলে দলে বড় বাজারে ভিড় জমান। সবচেয়ে বড় ইলিশের ওজন ছিল আড়াই কেজি। যা বিক্রি হয়েছে ৫ হাজার টাকায়। অর্থাৎ প্রতি কেজি ২ হাজার টাকা।  

খুচরা বাজারে মাছ বিক্রেতা সুজন ব্যাপারী জানান, এ মৌসুমের সবচেয়ে বেশি ইলিশ মাছের আমদানি আজকের বাজারে হয়েছে। শুধু তাই নয় আজকের বাজারে আড়াই কেজি ওজনের ইলিশ মাছ এসেছে। আড়াই কেজি ওজনের ইলিশ প্রতি কেজি দুই হাজার টাকা করে বিক্রি হচ্ছে। সর্বনিম্ন ৬শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ।  

পাইকারি মাছ বিক্রেতারা জানান, বরিশাল, চট্টগ্রাম, চাঁদপুর থেকে মৌসুমের শুরু থেকেই সিরাজগঞ্জে ইলিশ মাছ আমদানি হয়েছে। তবে প্রথম দিকে দাম অনেকটা বেশি ছিল। বর্তমানে দাম কমে আসছে। আজকে সবচেয়ে বেশি ইলিশ আমদানির পাশাপাশি দাম কম হওয়ায় বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।