ঢাকা, শনিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে খুলনায় গণতন্ত্র মঞ্চের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে খুলনায় গণতন্ত্র মঞ্চের মানববন্ধন

খুলনা: অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সামনে গণতন্ত্র মঞ্চ খুলনা মহানগর শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অনাহারে থাকছে। ফলে সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। এ অবস্থার অবসানের লক্ষ্যে শুধুমাত্র দলের পরিবর্তন নয়, শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বক্তারা আজকের রাজনীতিতে খেলা হবে এ ধরনের অগণতান্ত্রিক ও অরাজনৈতিক বক্তব্য পরিহার করার জন্য বৃহৎ দুটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন।  

মানববন্ধন উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম। বক্তব্য দেন- নগর নাগরিক ঐক্যের আহ্বায়ক অ্যাভোকেট ড. মো. জাকির হোসেন, নগর জেএসডির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, সাবেক ছাত্রনেতা স ম রেজাউল করিম, গণ সংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল ও জেলা জেএসডির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম বাবলু।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।