ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

জাতীয়

তালায় কপোতাক্ষ নদের পাড়ে পড়েছিল বৃদ্ধের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
তালায় কপোতাক্ষ নদের পাড়ে পড়েছিল বৃদ্ধের মরদেহ

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের পাড় থেকে লিয়াকত মোড়ল (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তালা বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে লিয়াকত মোড়লের মেয়ে তালার সুজনশাহ গ্রামের মর্জিনা বেগম তার মরদেহটি শনাক্ত করেছেন।

এসময় মর্জিনা বেগম বলেন, চার দিন আগে বাবা আমাদের বাড়িতে বেড়াতে আসেন। তিনি শারীরিক ও মানসিকভাবে ভীষণ অসুস্থ ছিলেন। আজ (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি আমাদের বাড়ি থেকে বের হন। দুপুরে আমরা খবর পাই তার মরদেহ পড়ে আছে।  

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

তিনি আরও জানান, উদ্ধারের সময় মরদেহের পাশ থেকে একটি বিষের বোতল পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বিষপানে তার মৃত্যু হয়েছে।   

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।