ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেলা পরিষদ নির্বাচন

ময়মনসিংহে আবারও চেয়ারম্যান হলেন ইউসুফ খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
ময়মনসিংহে আবারও চেয়ারম্যান হলেন ইউসুফ খান

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনে অধ্যাপক ইউসুফ খান পাঠান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ১৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক চশমা প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৫৩৬ ভোট।

তিনি আরও জানান, ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ছিলেন দুই হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন এক হাজার ৫৯৮ জন এবং নারী ভোটার ছিলেন ৪৯১ জন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।