নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০১৪-২০১৫) নির্বাচনে সাপ্তাহিক ‘বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের সভাপতি এবং নিউইয়র্কভিত্তিক বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ) সম্পাদক ও দৈনিক ইনকিলাব’র নিউইয়র্ক প্রতিনিধি এবিএম সালাহউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার এই নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অস্থায়ী মিলনায়তনে (দেশবাংলা-বাংলা টাইমস মিলনায়তন) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আবু তাহের ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান পান ১২ ভোট। সহ-সভাপতি পদে রিমন ইসলাম ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শেখ সিরাজুল ইসলাম পান ১৩ ভোট। নির্বাচনে ২৯ জন ভোটারের মধ্যে ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা তিনটা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচন পরিচালনার জন্য গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা নিনি ওয়াহেদ ও আনোয়ার হোসেইন মঞ্জু এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র স্পেশাল করেসপন্ডেন্ট শিহাবউদ্দীন কিসলু।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে মাহমুদ খান তাসের (নিউনেশন), যুগ্ম সম্পাদক পদে আলমগীর হোসেন সরকার (সাপ্তাহিক দেশবাংলা), অর্থ সম্পাদক পদে আবিদ রহমান (চ্যানেল আই)। কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচিত হন ডা. চৌধুরী সারোয়ারুল হাসান (সাপ্তাহিক দেশবাংলা/বাংলা টাইমস), মাহবুবুবর রহমান (সাপ্তাহিক নিউইয়র্ক), খন্দকার আব্দুল কাইয়ুম (সাপ্তাহিক বাংলা টাইমস), এবিএম সালেহউদ্দিন (সাপ্তাহিক দেশ অর্থনীতি/দেশ মাতৃকা) ও আজাদ আহমেদ (মিলেনিয়াম টিভি/ আজাদ ভিশন)।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন ঘিরে ক্লাবের সদস্যসহ নিউইয়র্কের সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাংবাদিকদের উপস্থিতিতে ক্লাব মিলনায়তন উৎসব মুখর হয়ে উঠে। ভোট গ্রহণের ফাঁকে ফাঁকে জমে ওঠে তুমুল আড্ডা। অনেকে স্মৃতিচারণ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আর ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনের গল্প বর্ণনা করে। নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি মাহফুজুর রহমান এই আড্ডা জমিয়ে রাখেন।
সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, দিগন্ত টিভি’র জিএম (ব্রডকাস্ট) আবুল হাসান, বৈশাখী টিভি’র প্রধান প্রতিবেদক ও টিবিএন’র নির্বাহী সম্পাদক হাসানুজ্জামান সাকী, সাংবাদিক ফরিদ আলম, এনডিভি ইউএসএ’র বার্তা প্রধান তৌহিদুল ইসলাম, একুশে টিভি’র নিউইয়র্ক প্রতিনিধি মাসুদুল কবীর, সাপ্তাহিক আজকাল প্রতিনিধি আনিসুর রহমান ও মঞ্জুরুল হক প্রমুখ প্রেসক্লাবের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এছাড়া কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বিশিষ্ট মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, রাজনীতিক গিয়াস আহমেদ, সৈয়দ এম রেজা, এবাদ চৌধুরী, আবু সাঈদ আহমেদ, জিয়াউল ইসলাম মুন্না, রেজাউল আজাদ ভুঁইয়া, শাহীন আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সৈয়দ ইলিয়াস খসরু, আতাউর রহমান আতা প্রমুখ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বেলা ৩টা ১৫ মিনিটে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান পারভেজ প্রথম আর ক্লাবের উপদেষ্টা জাকিয়া খান সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সর্বশেষ ভোটাধিকার প্রয়োগ করেন। ক্লাবের উপদেষ্টাবৃন্দ প্রথমবারের মতো এ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ক্লাবের অন্যতম উপদেষ্টা হাসান ফেরদৌস (কলামিস্ট) অনুপস্থিত ছিলেন।
ভোটগ্রহণ শেষে রাত ৮টায় নির্বাচন কমিশনের অনুরোধে সভাপতি ও সহ-সভাপতি পদের চার প্রার্থীর মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে ভোট গণনা করেন। এরপর পৌনে ৯টার দিকে উপস্থিত সকল ভোটার, প্রার্থী, প্রতিনিধি, সাংবাদিক এবং কমিউনিটি নেতাদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার নিনি ওয়াহেদ ফলাফল ঘোষণা করেন।
এর আগে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য আনোয়ার হোসাইন মঞ্জু। এসময় নির্বাচন কমিশনের সদস্যবৃন্দসহ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, ক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক মনজুর আহমেদ, নবনির্বাচিত সভাপতি আবু তাহের, বিজিত সভাপতি ডা. ওয়াজেদ এ খান, নব-নির্বাচিত সহ-সভাপতি রিমন ইসলাম, বিজিত সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এই পর্ব পরিচালনা করেন নির্বাচন কমিশনের সদস্য শিহাবউদ্দীন কিসলু। শুভেচ্ছা ভাষণে বক্তারা নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবকে নিউইয়র্কের সাংবাদিকদের একটি মর্যাদাশীল সংগঠন হিসেবে আখ্যায়িত করেন এবং সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ক্লাবটি এগিয়ে নেওয়ার পাশাপাশি পেশাগত মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ক্লাবের ভোটার তালিকা অনুযায়ী ভোটার উপদেষ্টাবৃন্দ হলেন, মনজুর আহমেদ (দৈনিক আমার দেশ), আনোয়ার হোসেইন মঞ্জু (সাপ্তাহিক বাংলাদেশ), মঈনুদ্দীন নাসের (হলিডে), হাসান ফেরদৌস (কলামিস্ট, প্রথম আলো), জাকিয়া খান (ভোয়া) ও নিনি ওয়াহেদ (কলামিস্ট)। সদস্যবৃন্দ হলেন, ডা. ওয়াজেদ এ খান (সাপ্তাহিক বাংলাদেশ), মমিনুল ইসলাম মজুমদার (সাপ্তাহিক বাংলাদেশ), আজাদ শিশির (সাপ্তাহিক বাংলাদেশ), ডা. চৌধুরী সারোয়ারুল হাসান (সাপ্তাহিক দেশবাংলা/বাংলা টাইমস), খন্দকার আব্দুল কাইয়ুম (সাপ্তাহিক বাংলা টাইমস), মোহাম্মদ আলমগীর হোসেন (সাপ্তাহিক দেশবাংলা), সঞ্জীবন কুমার (সাপ্তাহিক বাংলা টাইমস), আবু তাহের (সাপ্তাহিক বাংলা পত্রিকা), নিয়াজ মাখদুম (সাপ্তাহিক বাংলা পত্রিকা), হাবিবুর রহমান (সাপ্তাহিক বাংলা পত্রিকা), শেখ সিরাজুল ইসলাম (সাপ্তাহিক বাংলা পত্রিকা), মোস্তাফিজুর রহমান পারভেজ (সাপ্তাহিক বাংলা পত্রিকা), মাহফুজুর রহমান (সাপ্তাহিক বর্ণমালা), মাহবুবুর রহমান (সাপ্তাহিক নিউইয়র্ক), মাহমুদ খান তাসের (নিউনেশন), শিহাবউদ্দীন কিসলু (বাংলানিউজ২৪.কম), রিমন ইসলাম (আইঅন বাংলাদেশ টিভি), ইব্রাহীম চৌধুরী খোকন (প্রথম আলো), আবিদ রহমান (চ্যানেল আই), এবিএম সালাহউদ্দিন আহমেদ (দৈনিক ইনকিলাব/ইউএনএ), আবির আলমগীর (এনটিভি, ইউএসএ), এবিএম সালেহউদ্দিন (সাপ্তাহিক দেশ অর্থনীতি/দেশ মাতৃকা), আজাদ ভিশন (মিলেনিয়াম টিভি/আজাদ ভিশন)।
অভিনন্দনে সিক্ত নব-নির্বাচিত কমিটি
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের ও ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান সাংবাদিক হাসানুজ্জামান সাকী ও ফরিদ আলম।
এছাড়া, বাংলাদেশ সোসাইটি ইন্ক নিউইয়র্কের সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ সোহাগ প্রেসক্লাবের নির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪