ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

জাতিসংঘের বাংলাদেশ মিশনে ত্রাণ মন্ত্রীর সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ৩, ২০১৪
জাতিসংঘের বাংলাদেশ মিশনে ত্রাণ মন্ত্রীর সভা

নিউইয়র্ক: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বিশেষ সভা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এ সময় তিনি মিশনের কর্মকর্তা-কর্মচারীদের সামনে বর্তমান সরকারের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি জাতিসংঘে বিভিন্ন কার্যক্রমের সাফল্যের জন্য মিশন কর্মকর্তাদের ধন্যবাদ জানান।



স্থানীয় সময় শুক্রবার বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মিশনে পৌঁছলে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন মন্ত্রীকে স্বাগত জানান। পরে মিশন মিলনায়তনে এক সভায় মন্ত্রী মিশনের কর্মকর্তা-কর্মচারীদের সামনে বর্তমান সরকারের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন ড. এ. কে আব্দুল মোমেন।

মন্ত্রী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, গ্রামীণ পর্যায়ে সরকারি উদ্যোগে ৬২ হাজার স্বেচ্ছাসেবীকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং যেকোনো দুর্যোগের পর দ্রুত সাড়া দিতে ২৫ হাজার কমিউনিটি স্বেচ্ছাসেবী প্রস্তুত আছে; এটা দুর্যোগপ্রবন বিশ্বের অন্য দেশগুলোর জন্য সত্যিই অনুসরণীয় হতে পারে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দুর্যোগ মোকাবেলার জন্য দেশের প্রতিটি এলাকায় ২৪০ জন স্বেচ্ছাসেবী নেয়া হয়েছে। আগে যেখানে সর্বোচ্চ দুইদিন আগে দুর্যোগ-সংকেত দেয়া হতো এখন আমরা পাঁচদিন আগেই জনসাধারণকে সতর্ক করে দিতে পারি। ফলে যেকোনো দুর্যোগের আগেই বিপুল জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাচ্ছে।

মন্ত্রী রানা প্লাজা ধ্বসের পর স্বেচ্ছাসেবীদের সাফল্যের প্রশংসা করে জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের মন্ত্রণালয় ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে।

ভিশন ২০২১ বাস্তবায়নে শেখ হাসিনা সরকার সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের এ নেতা বলেন, দেশের উত্তরাঞ্চলের ‘মঙ্গা’ নামের শব্দটি ঘোচাতে বর্তমান সরকার শতভাগ সাফল হয়েছে।

মন্ত্রী এ সময় জাতিসংঘে বিভিন্ন কার্যক্রমের সাফল্যের জন্য বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর ফলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হচ্ছে।

সবশেষে মন্ত্রী স্থায়ী প্রতিনিধির হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাফল্য সংক্রান্ত বই উপহার দেন।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মে ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ