ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্ক থেকে মাহমুদ মেনন ও শিহাবউদ্দীন কিসলু

২০১৫ সালে অর্থবহ জলবায়ু চুক্তির আহ্বান জাতিসংঘে

মাহমুদ মেনন ও শিহাবুদ্দীন কিসলু | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
২০১৫ সালে অর্থবহ জলবায়ু চুক্তির আহ্বান জাতিসংঘে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতিসংঘ সাধারণ অধিবেশন মিডিয়া সেন্টার থেকে: জাতিসংঘে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এতে অংশ নিয়ে তাদের নিজ নিজ দেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কি করা হবে তার ঘোষণা দিচ্ছেন।



জাতিসংঘ মহাসচিবের ডাকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র কিংবা সরকার প্রধানরা ছাড়াও অর্থ ও বাণিজ্যের বড় বড় প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘ মহাসচিব বিশ্ব নেতাদের প্রতি জলবায়‍ু পরিবর্তন মোকাবেলায় তাদের দৃঢ় অবস্থান ঘোষণার আহ্বান জানান।

বান কি মুন বলেন, এমন ঘোষণা আসতে হবে যা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাবে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে ২০১৫ সালের মধ্যে একটি অর্থবহ চুক্তি নিশ্চিত করার পক্ষে রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ দেখা যাবে।

বান কি মুন আরও বলেন, জলবায়ু সম্মেলন বিশ্ব নেতাদের জন্য একটি বড় সুযোগ। এর মধ্যদিয়েই তারা নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।

২০১৫ সালের মধ্যে একটি কার্যকর ও অর্থবহ চুক্তিই হোক এ সম্মেলনের উদ্দেশ্য, বলেন বান কি মুন।

সম্মেলনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিলেও তার ভাষণ আরও পরের দিকে।

স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া এ সম্মেলনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিশ্চিত করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন।

তিনি বলেন, কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী এখানে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ অবস্থান গ্রহণের প্রত্যাশা করছেন বিশ্ব নেতারা।

** জাতিসংঘে প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু মঙ্গলবার
** বিএনপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আ’লীগের সমাবেশ
** নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ